ঢাকা অ্যাটাক : শুভ কামনা জানিয়ে তাসকিনের ‘ভিডিও বার্তা’

শুক্রবার দেশের পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’। এর আগে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছবির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।

প্রচার প্রচারণায় অভিনব কৌশল অবলম্বন করায় সিনেমাটি নিয়ে সাধারণ দর্শকের পাশাপাশি আগ্রহ তৈরি হয়েছে তরুণ-তরুণীসহ ক্রিকেটারদের মাঝেও।

দক্ষিণ আফ্রিকা সফরে থাকা বাংলাদেশ দলের দ্রুতগতি তারকা তাসকিন আহমেদ চলচ্চিত্রটির জন্য শুভ কামনা জানিয়ে ৪৯ সে. একটি ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তাসকিন বলেন, ‘খেলাধুলা এবং নানা বিষয় নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে সর্বশেষ কবে হলে গিয়ে সিনেমা দেখেছি মনে নেই।

শুনেছি ‘ঢাকা অ্যাটাক’ নামের একটি অ্যাকশন ও থ্রিলার মুভি মুক্তি পাচ্ছে। ছবির গল্প লিখেছেন একজন পুলিশ অফিসার। আশা করি এতে বাস্তবতার অনেক ছোঁয়া থাকবে। সময় পেলে অবশ্যই আমি মুভিটি হলে গিয়ে দেখব। আশা করি আপনারাও দেখবেন।’

‘ঢাকা অ্যাটাক’-এ অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এ বি এম সুমন, কাজী নওশাবা আহমেদ, আফজাল হোসেন, আলমগীর, সৈয়দ হাসান ইমাম প্রমুখ।

‘ঢাকা অ্যাটাক’ ছবিটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। ছবির কাহিনী লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী ছানোয়ার। প্রযোজনা করেছে বাংলাদেশ পুলিশ পরিবার ও থ্রি হুইলার্স লিমিটেড। এছাড়া সহযোগী প্রযোজক হিসেবে আছে স্প্ল্যাশ মাল্টিমিডিয়া।