ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। টোল প্লাজা থেকে জিংলাতুলি পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার ঢাকাগামী লেনে তীব্র যানজট ছড়িয়ে পড়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর থেকে টোলপ্লাজার ওভারলোড স্কেলের জন্য এ যানজটের সৃষ্টি হয়ে ক্রমেই যানজট দীর্ঘ হচ্ছে।
ঢাকাগামী এশিয়া লাইন পরিবহনের যাত্রী সাইফুল ইসলাম জানান, মহাসড়কের জিংলাতলী এলাকাতেই তাদের গাড়ি এক ঘণ্টা যানজটে আটকে আছে।
ট্রাকচালক রমজান আলী জানান, ভোর ৬টায় চান্দিনার মাধাইয়ায় নাস্তা শেষে রওনা দিয়ে সকাল ৮টা পর্যন্ত তিনি গৌরিপুর পৌঁছতে পারেননি।
হাইওয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, যানজটের কারণ তো একটাই ওভার লোড কন্ট্রোল মেশিন। সেখানকার যানজট স্থায়ী না হলেও মহাসড়কে যানবাহনের চাপ বেশি থাকায় ভোর থেকে কিছুটা যানজট দেখা দিয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন