ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৮০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী শহরের ফতেহপুরে রেলওয়ের ওভারপাসের নির্মাণ কাজের কারণে যানজট আরও চরম আকার ধারণ করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ।

শনিবার সকালে মহাসড়কে আটকা পড়া গাড়িগুলো চলছে ধীরে ধীরে। সকালেই একদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড ও অপরদিকে কুমিল্লা পর্যন্ত ছড়িয়ে পড়েছে যানজট। ঢাকা থেকে ফেনী পৌঁছাতে ৩/৪ ঘণ্টার পথে সময় লাগছে ১৬-১৭ ঘণ্টাও বেশি।

এর আগে গত বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের যানজট সৃষ্টি হয়। চারটি লেন বন্ধ হয়ে মহাসড়কে আটকা পড়েছে হাজার হাজার যান।

ফেনী জেলা ট্রাফিক ইন্সপেক্টর মীর গোলাম ফারুক জানান, ভয়াবহ এ যানজট নিরসনে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ সদস্যরা রীতিমত হিমশিম খাচ্ছেন। পুলিশ সারাক্ষণ রাস্তায় টহল দিচ্ছে। আশা করা হচ্ছে দ্রুতই যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান তিনি।