ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি, চলছে ধীরগতিতে
ঈদে ঘরমুখো মানুষের স্রোতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে মহাসড়কের গাজীপুর অংশের অনেক স্থানেই যানবাহন চলছে ধীর গতিতে। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে।
তবে মহাসড়কে প্রয়োজনের তুলনায় যানবাহন সঙ্কটে বিড়ম্বনায় পড়েছেন ঘরমুখো যাত্রীরা। অনেকেই বাস, ট্রাক পিকআপ ভ্যানের ছাদে করে এবং হালকা যানবাহনে চড়ে যাচ্ছেন দূর দূরান্তে। এতে বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে যাত্রীদের।
হাইওয়ে পুলিশ জানায়, ভোর রাত তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে বাস ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক মারা যান। এতে ওই মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। ফলে গাড়ির চাপ থাকায় সকাল থেকেই ওই মহাসড়কের কালিয়াকৈর বাইপাস, সূত্রাপুর ও টাঙ্গাইালের এলেঙ্গা, মির্জাপুর অংশে যানবাহন চলছে ধীরগতিতে। তবে চন্দ্রায় যানবাহন চলছে স্বাভাবিকভাবেই।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহনের চাপ থাকলেও থেমে নেই কোনো যানবাহন। কিন্তু চন্দ্রা ও চান্দনা চৌরাস্তায় যাত্রী ওঠানামা করায় মাঝেমধ্যে জটলা তৈরি হচ্ছে। এছাড়া ঘরমুখো মানুষের রিজার্ভ করা গাড়ির লম্বা লাইন রয়েছে দুটি পয়েন্টেই।
তবে পুলিশ ও হাইওয়ে পুলিশ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে যানজট নিরসনে কাজ করছে। গাজীপুরের পুলিশ সুপারসহ জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তারাও রয়েছে সড়কে। পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলছেন, জনদুর্ভোগ কমাতে বিভিন্ন পয়েন্টে পুলিশ, আনসার ও কমিউনিটি পুলিশ কাজ করছে। এতে যানজট সহনীয় মাত্রায় রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন