ঢাকা থেকে ইয়াবা ব্যবসা করতে এসে পীরগঞ্জে আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২শ পিচ ইয়াবা সহ বাদল চন্দ্র শীল  নামে  এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঠাকুরগাঁও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ।

ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তি বুধবার দুপুরে পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ টু রাণীশংকর সড়কে ফায়ার সার্ভিস সংলগ্ন ঢাকা থেকে ছেড়ে আসা  রাহবার গাড়িতে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় বাদল চন্দ্র শীলের দেহ  তল্লাশি করে ২শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়‌। বাদল চন্দ্র শীল ঢাকার সবুজবাগ থানা পাটোয়ারী গুলি এলাকার  মৃত রাখাল চন্দ্র শীলের ছেলে।

তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খাইরুল আনাম জানান,  ঠাকুরগাঁও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ২শ পিচ ইয়াবা সহ বাদল চন্দ্র শীল নামে এক মাদক ব্যবসায়ীকে  আটক করে এবং থানা একটি মামলা দায়ের করেছে আসামিকে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।