ঢাকা প্রতিদিন পত্রিকার ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত
ঢাকা প্রতিদিন এর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে বক্তারা বলেছেন, গণমাধ্যমের চলমান এ সঙ্কটকালে সামাজিক দায়বদ্ধতামূরক সাংবাদিকতাই কেবলমাত্র সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে পারে। দেশ, সমাজ ও জনস্বার্থমূলক কর্মকান্ডের মাধ্যমেই সাংবাদিকতাকে বাঁচিয়ে রাখতে হবে, অক্ষুন্ন রাখতে হবে সাংবাদিকের মর্যাদা।
(১১জুন) রবিবার ১১ টা থেকে ৩টা পর্যন্ত ময়মনসিংহে ঢাকা প্রতিদিন এর নিজস্ব কার্যালয় ও ধানসিঁড়ি রেস্টুরেন্টে দুই পর্বে এ বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগভুক্ত জেলা ও উপজেলাসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিভাগীয় প্রধান এম এ আজিজ এর সভাপতিত্বে ও ব্যুরো চীফ মাইন উদ্দিন উজ্জ্বল এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা প্রতিদিনের সম্পাদক প্রকাশক মঞ্জুরুল বারী নয়ন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা সম্পাদক সাঈদূর রহমান রিমন।
এছাড়াও অতিথি আলোচক হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, ময়মনসিংহের খবর অনলাইল পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক বদরুল আমিন, দেশবাংলার কান্ট্রি এডিটর গোলাম সারোয়ার ও ঢাকা প্রতিদিনের বিভাগীয় প্রধান সোহাগ আরেফিন বক্তব্য রাখেন।
বক্তারা চলমান অপসাংবাদিকতার জোয়ারে গা ভাসিয়ে না দিয়ে প্রকৃত সাংবাদিকতা ও জনস্বার্থমূরক কাজে নিজেদের নিয়োজিত রাখার জন্য সাংবাদিক প্রতিনিধিদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।
অনুষ্ঠানে জামালপুর প্রতিনিধি এমডি মাইনুল ইসলাম, টাঙ্গাইলের জেলা প্রতিনিধি রশিদ আব্বাসী, শেরপুর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, নেত্রকোনার জেলা প্রতিনিধি মীর্জা হৃদয় সাগরসহ কয়েকজন উপজেলা প্রতিনিধিও বক্তব্য রাখেন।
প্রতিনিধি সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক কামরুল হাসান, ওয়াহিদুজ্জামান আরজু, আসাদ তালুকদার, তাজুল ইসলাম, তসলিম সরকার, নীহার রঞ্জন কুন্ডু, রফিকুল ইসলাম, তারিকুল ইসলাম লিটন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
বেলা ১১ টায় ময়মনসিংহের ছোট বাজারস্থ ঢাকা প্রতিদিন কার্যালয়ে সম্পাদক প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক পৌঁছালে তাদের পুস্পমাল্য অর্পণ করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিত আনন্দঘন এ অনুষ্ঠানে প্রতিনিধিদের উচ্ছ্বাস উদ্দীপনা অতিথিদের আপ্লুত করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন