ঢাকা ব্যাংক কর্তৃক সিরাজগঞ্জের বেলকুচিতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

(২২ ফেব্রুয়ারী) ঢাকা ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ৩০০ জন স্থানীয় কৃষকের মাঝে অত্যাধুনিক কৃষিজ যন্ত্রপাতি বিতরণ করেন। কৃষিকাজে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজকে সহজতর করার লক্ষ্যে এই বিতরণ কার্যক্রমটি পরিচালিত হয়।

উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি ঢাকা ব্যাংক ও বিএবি’র সম্মানিত চেয়ারম্যান আব্দুল হাই সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে কৃষিজ যন্ত্রপাতি বিতরণ করেন।

এছাড়া ঢাকা ব্যাংকের সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তাক আহমেদ ও সিএফও সাহাবুল আলম খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম খাঁন আলীম, উপজেলা নির্বাহী আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি, সহকারী কমিশনার ভূমি প্রতিক মন্ডন এবং কাতেবুর রহমান, ইভিপি ও এগ্রিকালচার প্রধান, ঢাকা ব্যাংক পিএলসি অন্যান্য কর্মকর্তাবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা ব্যাংক পিএলসি উপ-ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে বলেন, “কৃষি উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ বাংলাদেশের কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে।”

ঢাকা ব্যাংক পিএলসি-এর সম্মানিত চেয়ারম্যান বলেন, “আমরা সবসময় দেশের কৃষি খাতের উন্নয়নে বদ্ধপরিকর। এটি আমাদের সামাজিক দায়বদ্ধতার একটি অংশ, যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ও খাদ্য নিরাপত্তায় ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করছি।”

কৃষকরা এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক ভাবে গ্রহণ করেন এবং ঢাকা ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এই যন্ত্রপাতি ব্যবহার করে কৃষিকাজে সময় ও শ্রম উভয়ই সাশ্রয় হবে এবং ফলনের পরিমাণও বৃদ্ধি পাবে। তারা কৃষিজ উন্নয়নে বিপ্লব ঘটাতে ঢাকা ব্যাংকের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতে সব সময় পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন।