ঢাকা-মাওয়া মহাসড়কে অঘোষিত ধর্মঘট!
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ কেন্দ্র করে ঢাকা-মাওয়া-খুলনা মহাসড়কে চলছে অঘোষিত ধর্মঘট। গণপরিবহন বন্ধ থাকায় অপেক্ষমাণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।
রোববার ভোর থেকে ওই মহাসড়কে দূরপাল্লার কিছু যানবাহন চলাচল করতে দেখো গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাও বন্ধ হয়ে যায়।
সকাল ৭টা থেকে মহাসড়কে ঢাকামুখী কোনো যাত্রীবাহী বাস বা লেগুনা চোখে পড়েনি। মহাসড়কের হাসাড়া, কেয়টখালী, উমপারা, ষোলঘর, ছনবাড়ি, বেজগাঁও, মাশুরগাঁও সমষপুর, দোগাছি বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায় শতশত যাত্রী ঢাকায় গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছেন।
ঢাকার সদরঘাটের বস্ত্র ব্যবসায়ী আলম বেপারি বলেন, কোনোরকম ঘোষণা ছাড়াই যানবাহন চলাচল বন্ধ করে দেয়া ঠিক হয়নি।
বেজগাঁও বাসস্ট্যান্ডে অসুস্থ ছেলেকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাবেন বলে অপেক্ষা করছিলেন মরিয়ম বেগম।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিরোধ আওয়ামী লীগ-বিএনপির; আর তার খেসারত দিমু আমরা । মানুষ মইরা গেলে তাগো কী?
ঢাকা-মাওয়া মহাসড়কের পাশাপাশি ঢাকা-দোহার, ঢাকা-সিংপাড়া, ঢাকা-বাড়ৈখালী ও ঢাকা-নওপাড়া সড়কের ঢাকামুখী যান চলাচল বন্ধ রয়েছে।
শ্রীনগর উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী জানান, সরকারের এমন আচরণ দমন-পীড়নের অংশ ও গণতন্ত্র হরণ। উপজেলা বিএনপির নেতাকর্মীদের অনেকে বিকল্প রাস্তায় ঢাকার সমাবেশে যোগ দেয়ার চেষ্টা করছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন