ঢাকা মেডিকেলের সামনে ৫ বছরের শিশু
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ভবনের সামনে একটি শিশু পাওয়া গেছে। আজ বিকাল সাড়ে ৩টার সময় বৃষ্টিতে ভেজা অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। শিশুটি নিজের নাম রানা ও বাবার নাম ইয়াসিন বলে জানিয়েছে।
অস্বাভাবিক আচরণের এ শিশুটিকে দেখে পরমানু শক্তি কমিশনের কর্মচারী আবু বক্কর রিক্সায় উঠিয়ে তাকে (শিশুটির দেখানো) বিভিন্ন ঠিকানায় নিয়ে যায়। এরপর শাহবাগ থানায়ও নিয়ে যায় আবু বক্কর। কিন্তু থানায় রাখতে অস্বীকৃতি জানায়। বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে ব্যর্থ হয়ে সর্বশেষ সে একুশে টেলিভিশনের (ইটিভি) কার্যালয়ে আসে।
আবু বক্কর বলেন, আমি কি করবো সিদ্ধান্ত নিতে পারছি না। একদিকে হাসপাতালে রোগী, সেখানে যাওয়ার তাড়া আছে।
আবু বক্কর মোবাইল নম্বর=০১৭১২৭০৩৯০৫/০১৯৭২১২১২২৩
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন