ঢাবিতে জবি শিক্ষকের তাণ্ডব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সিনেট অধিবেশন বাতিল ও ডাকসু প্রতিনিধি নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সিনেটের প্রধান ফটকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে হামলা করা অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেটের প্রধান ফটকে বিকাল চারটার দিকে ওই ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষক কাজী ফারুক হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের প্রভাষক হিসেবে কর্মরত। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্য এবং আওয়ামীপন্থী নীল দলেরও সদস্য বলে জানা যায়।
মুঠোফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায় আন্দোলনের মাঝে একজনকে পেছন থেকে দুই হাত দিয়ে টানাহেঁচড়া করছেন ওই শিক্ষক। তিনি লাথি দিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দিচ্ছেন। পেছন থেকে গেঞ্জি টানছেন। এবং চিৎকার করে কিছু বলছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন, ‘তিনি (অভিযুক্ত) জগন্নাথ বিশ্ববিদ্যালেয়ের শিক্ষক। তবে ঢাবির জন্য চেষ্টা করছেন।’
বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে এখানে এসেছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, ‘আমাদের অনুমতি নেই। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি। আর কিছু নয়।’
একজন বাইরের শিক্ষক কীভাবে ঢাবির শিক্ষার্থীদের ওপর হামলা করে জানতে চাইলে প্রক্টর বলেন, ‘তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে এসেছেন। সাবেক শিক্ষার্থী হিসেবে যে কেউ ঢাবিতে আসতে পারে।’
অভিযোগের ব্যাপারে জানতে প্রভাষক কাজী ফারুক হোসাইনের মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান।
ঢাবি ক্যাম্পাসে এসে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এহেন ঘটনায় বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন