ঢাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়নবিরোধী শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। রোববার বেলা সোয়া ১২টির দিকে এ হামলার ঘটনা ঘটেছে।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারে কোটা সংস্কারের পক্ষে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বেলা সাড়ে ১১টায় শহীদ মিনারে মানববন্ধন শুরু হয়। এতে সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অংশ নেন।
পাশেই গুজবে কান দেবেন না স্লোগানে ছাত্রলীগ কর্মীরাও মানববন্ধন শুরু করে। শিক্ষকরা বক্তব্য দেয়ার সময় তারা উসকানিমূলক বক্তব্য দেয়।
পরে দুপক্ষই মিছিল নিয়ে শহীদ মিনার থেকে টিএসসির দিকে রওনা দেয়। বঙ্গবন্ধু টাওয়ারের সামনে আসলে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা শুরু করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন