ঢাবিতে হিরো আলমের ভাস্কর্য (ভিডিও)
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া আলোচিত অভিনেতা হিরো আলমের একটি ভাস্কর্য তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের এক শিক্ষার্থী। ইতিমধ্যে ভাস্কর্যের অনেকটা কাজ শেষের দিকে।
চারুকলা ইনস্টিটিউটের ওই শিক্ষার্থীর নাম উত্তম কুমার। তিনি ঢাবির জগন্নাথ হলের আবাসিক ছাত্র। ভাস্কর্য দেখতে এসে হিরো আলম বলেন, আমি জিরো থেকে হিরো হয়েছি। মানুষের ভালোবাসার কারণে জিরো থেকে হিরো। চেহারা কোনো ফেক্টর নয়। ভালোবাসার কারণে আজ আমি এত দূর আসতে পেরেছি। মানুষের যোগ্যতা সবচেয়ে বড় বিষয়।
উত্তম কুমার বলেন, হিরো হওয়ার জন্য চেহারা কোনো ব্যাপার নয়। চেহারা, হাইট, ফিটনেজ কোনো ব্যাপার নয়। যার মধ্যে প্রাণশক্তি নেই, জোশ নেই সে কোনো মানুষই না।
তিনি বলেন, হিরো আলমকে নিয়ে অনেকে সমালোচনা করছে। তিনি কিন্তু থেমে নেই। তিনি যুদ্ধ করেছেন। এটা হচ্ছে আমার এই ভাস্কর্য তৈরি করার প্রাণশক্তি।
ইতিমধ্যে ভাস্কর্যের অনেকটা কাজ শেষের দিকে, হিরো আলম প্রথমে শুনে বিশ্বাস করতে পারেনি তাই তিনি নিজে সশরীরে ভাস্কর্যটি দেখতে আসেন। তবে এই ভাস্কর্য কোথায় স্থাপন করে হবে তা নিয়ে অনিশ্চিত রয়েছে।
উত্তম কুমার জানিয়েছেন, ভাস্কর্যটি আপাতত তার নিজের কাছেই রাখবেন।
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মিত হলো হিরো আলমের ভাস্কর্য
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মিত হলো হিরো আলমের ভাস্কর্য
Posted by Campustimes.press on Tuesday, December 4, 2018
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন