ঢাবির শহীদুল্লাহ হলের নাম পরিবর্তন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের নাম পরিবর্তন করে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল করা হয়েছে।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক হলের নাম পরিবর্তনের বিষয়টি সিনেটে উত্থাপন করেন। পরে সিনেট সদস্যরা উপাচার্যের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করায় বিষয়টি চূড়ান্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে ঢাবি উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশে শহীদুল্লাহ নামে অনেক গুণীজন ছিলেন। এতদিন হলটি কোন শহীদুল্লাহর নামে তা নির্দিষ্ট ছিল না। নাম পরিবর্তনের মধ্য দিয়ে বিষয়টি নির্দিষ্ট করা হলো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন