ঢাবি’র সার্টিফিকেট জালিয়াতি করে ১২ বছর চাকরি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ১২ বছর তিনি ওই সার্টিফিকেট দিয়ে ব্যাংকটিতে চাকরি করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার তাকে শাহবাগ থানায় সোপর্দ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী এবং শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ওই ব্যক্তি মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার কমলকৃষ্ণ পাল। ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী বলেন, ‘১২ বছর ধরে ভুয়া সার্টিফিকেট দিয়ে তিনি মার্কেন্টাইল ব্যাংকে চাকরি করছিলেন। সম্প্রতি সনদ যাচাইয়ের জন্য ব্যাংক থেকে যোগাযোগ করা হলে আমরা তার সনদ জাল হিসেবে চিহ্নিত করি। পরে সে আমাদের তদন্তকে চ্যালেঞ্জ করে। এরপর রোববার পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে ভুয়া সার্টিফিকেট নিয়ে এলে তাকে আটকে দেই এবং থানায় সোপর্দ করি।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন