ঢাবি জহুরুল হক হলের পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহরুল হক হলের পুকুরে ডুবে জনি নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভোগের প্রথম বর্ষের ছাত্র ও ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী তিনি।
এর আগে সকাল ১০টার দিকে বন্ধুর সঙ্গে ওই পুকুরে সাঁতার কাটতে যান তিনি।
এরপর একছাত্রের ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জনির নিথর দেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন