ঢামেকে কারাবন্দী যুদ্ধাপরাধীর মৃত্যু

মানবতা বিরোধী অপরাধের দায়ে (যুদ্ধাপরাধী) মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দী উকিল উদ্দিন শেখ (৭৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

তিনি মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত-রাত ১ টা ৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে অসুস্থতার কারণে কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষীরা তাকে গত ২১ ডিসেম্বর জরুরী ভিত্তিতে রাত এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করে।

 

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ। তিনি বলেন, উকিল উদ্দিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী ছিলেন। তার কয়েদী নং-৮১৯/এ। তিনি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার হামচাপুর গ্রামের মোসলিম উদ্দিন এর ছেলে।