তথ্যমন্ত্রীর পদত্যাগ চাইল চলচ্চিত্র পরিবার
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ওপর অনাস্থা প্রকাশ করে তার পদত্যাগ দাবি করেছে চলচ্চিত্র পরিবার। এই পরিবারের অন্তর্ভুক্ত চলচ্চিত্র পরিচালক, শিল্পী, সহকারী পরিচালক, নৃত্যশিল্পী সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন।
শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় এফডিসিতে অবস্থিত চলচ্চিত্র পরিচালক সমিতির সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে এই ঘোষণা দেন চলচ্চিত্র ঐক্যজোটের আহ্বায়ক মুশফিকুর রহমান গুলজার। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রের নন্দিত অভিনয় শিল্পী আলমগীর, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, নৃত্যশিল্পী সমিতির সভাপতি মাসুম বাবুল, ফারুক, রোজিনা, অঞ্জনা, আলীরাজ, রিয়াজসহ বিভিন্ন নেতাকর্মী।
আন্দোলনের আহ্বায়ক ও পরিচালক সমিতির সভাপতি বিজ্ঞপ্তিটি পড়ে শোনান। সেখানে বলা হয়, `যে চলচ্চিত্র বঙ্গবন্ধু নিজের হাতে গড়ে তুলেছেন সেই চলচ্চিত্র নিয়ে মশকরা করছেন তথ্যমন্ত্রী। আমরা ভেবেছিলাম তিনি চলচ্চিত্র বাঁচানোর সহায়ক হবেন। কিন্তু তিনি আসলে চলচ্চিত্র ধ্বংসের সহায়ক। বারবার তিনি ভারতীয় ছবির বাজার এই দেশে তৈরির ষড়যন্ত্রে জড়িত হয়েছেন।`
আরও বলা হয়, `১৯৫৬ সালে পাকিস্তানিরা বলেছিল, এই দেশে চলচ্চিত্রে মেধা নেই, পরিবেশ নেই। এই কথা শুনে বঙ্গবন্ধু একদিনের নোটিশে ১৯৫৭ সালে এফডিসি প্রতিষ্ঠা করেন। আর আজ ২০১৭ সালে এসে ভারতের হয়ে আজেবাজে কথা বলা হচ্ছে। আমরা নাকি ভালো ছবি বানাতে পারি না। আমাদের ছবি চলে না। এইসব ফালতু কথা কেন বলা হচ্ছে? হল পলিটিক্সের মাধ্যমে আমাদের প্রযোজক নষ্ট করা হয়েছে। সেই পলিটিক্সের সঙ্গে জড়িত তথ্যমন্ত্রী। আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আপনি আমাদের বাঁচান’।
সংবাদ সম্মেলনে বলা হয়, এই তথ্যমন্ত্রীর অধীনে আর কোনো অনুষ্ঠান, সম্মেলনে যাবে না চলচ্চিত্র পরিবার। তার কোনো আদেশ নিষেধ মানা হবে না। তাকে এবং তার সব দোসরকে এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অবাঞ্ছিত ঘোষণা করেছে ১৮টি সংগঠন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন