তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি সিলেটে পৌছেছেন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/01/Sylhet-1-2.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান আহমুদ এমপি সিলেটে এসে পৌছেনে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) রাত পৌনে ৮টায় বিমানযোগে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।
এসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ সংশ্লিষ্টরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
মন্ত্রীর সরকারি সফরসূচি অনুসারে, তিনি সিলেটে সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। শুক্রবার (২৮ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন মন্ত্রী। শুক্রবার সকাল সাড়ে ১১টায় তিনি সিলেট বেতার ও বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্র পরিদর্শনে যাবেন। বিকালে তিনি বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন