তবু শুভাশিষের জন্যই ঢাল হয়ে দাঁড়ালেন মাশরাফি!
নিজের দারুণ জনপ্রিয় ফেসবুক ভেরিফাইড অফিসিয়াল ফ্যানপেজে ভিডিও পোস্ট করলেন। ব্যক্তিগত প্রোফাইলে সেলফি তুলে সেটিও দিলেন। লিখলেন, ‘আমরা আমরাই তো তাই না। যা হবার হয়েছে।’ আর ভিডিওতে তার মতো করে শুভাশিষ রায়কে ভালোবাসার জন্য বাংলাদেশের ক্রিকেট পাগল মানুষদের কাছে আবেদন জানালেন মাশরাফি বিন মুর্তজা। এই কারণেই না তিনি মাশরাফি! ঢাল হয়ে দাঁড়ালেন সতীর্থের জন্য।
অথচ শুভাশিষ, যার আন্তর্জাতিক অভিষেক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও কিংবদন্তি ক্রিকেটার মাশরাফির অধীনে সেই তার সাথে মাঠে কি আচরণটাই না করলেন এদিন। বুধবার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্সের খেলা। বিপিএলে দিনের প্রথম খেলাটিতে মাশরাফির দিকে একরকম তেড়েই গিয়েছিলেন চিটাগংয়ের শুভাশিষ। তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংবাদ মাধ্যম, মানুষের মুখে মনে শুভাশিষের জন্য নিন্দার ঝড় বইছিলো। কিন্তু বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ঠিকই বুকে আগলে ধরলেন তার অনেক জুনিয়র ২৮ বছরের শুভাশিষকে।
রংপুর হেরেছে। চিটাগংকে অভিনন্দন জানানোর পর ভিডিওতে শুভাশিষের প্রসঙ্গে সরাসরি এলেন মাশরাফি। এই প্রথমই আসলে এমন কোনো ভিডিও পোস্ট করলেন বাংলাদেশ ও রংপুর দলের নেতা। সেখানে বললেন, ‘আসলে যে জন্য ভিডিওটা করা সেটা আমার মনে হচ্ছে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই জন্যই বলছি যে মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। অনেক কিছু পেয়েছি। একই সাথে এটাও মনে করি শুভাশিষও বাংলাদেশের হয়ে খেলে। তারও ভালোবাসা প্রাপ্য।’
এরপর ওই ঘটনায় গিয়ে মাশরাফি বলে যান, ‘মাঠে যেটা হয়েছে তা নিয়ে সংবাদ সম্মেলনে বলে এসেছি আমি দুঃখিত। হয়তোবা সিনিয়র খেলোয়াড় হিসেবে আমার ওভাবে প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি। শুরুটা আমার পক্ষ থেকেই হয়েছে। ও বলটা থ্রো করতে চেয়েছিল। আমি রিঅ্যাকশন না দিলে ও হয়তো চলে যেতো। আমার পক্ষ থেকে আমি স্যরি বলেছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, বুঝতে পারবেন মাঠের জিনিস মাঠেই রাখা ভালো।’
এর সাথে মাশরাফি যোগ করেন, ‘সে প্রতিশ্রুতিশীল ফাস্ট বোলার। অনেক লড়াই করে বাংলাদেশের জন্য খেলছে যেমনটা আমিও খেলছি। একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, আমার যতোটুকু সম্মান প্রাপ্য ততটুকু সম্মান ওরও প্রাপ্য। মাঠে এমন ঘটনা আগেও ঘটেছে। বুঝতে পারছি না এ নিয়ে এতো বাড়াবাড়ি কেন হচ্ছে।’ মাশরাফি বলেন, ‘আমি শুভাশিষের কাছে ক্ষমাপ্রার্থী।’ সেই সাথে শেষ কথার মতো বিনয়ের সাথে জানান, ‘আপনাদের কাছে হাতজোড় করে বলছি, প্লিজ ব্যাপারটাকে আর বাড়তে দিয়েন না। সেটা হয়তো শুভাশিষের জন্য শুধু না আমার জন্যও ভালো হবে না।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন