তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব: মতবিনিময় সভায় আবুল হাসান জহির
যশোর-১ (শার্শা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেছেন, পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবে এই দেশের তরুণ প্রজন্মই। আগামী দিনের বাংলাদেশ হবে তরুণদের হাতে গড়া নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশ।
শনিবার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে শার্শার নাভারণ গরুরহাট সংলগ্ন সমবায় মার্কেটের সামনে তরুণ ভোটারদের সঙ্গে এক প্রাণবন্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন নাভারণ ডিগ্রি কলেজের আহ্বায়ক সাজেদুর রহমান সাজু এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।
প্রায় এক ঘণ্টাব্যাপী বৃষ্টি উপেক্ষা করে তরুণ ভোটারদের উপস্থিতিতে সভাস্থল পরিণত হয় এক উৎসবমুখর সমাবেশে। বৃষ্টিতে ভিজে তরুণরা আবুল হাসান জহিরের বক্তব্য শোনেন মনোযোগ দিয়ে। ভেজা শরীরে হলেও তাদের চোখেমুখে ছিল পরিবর্তনের প্রত্যাশা ও ভবিষ্যতের নতুন বাংলাদেশের স্বপ্ন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান জহির বলেন, দেশ আজ এক গভীর সংকটে। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্রকে বন্দি করা হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে তরুণদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। কারণ তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছেন, তার কেন্দ্রবিন্দুতেই রয়েছে তরুণদের স্বপ্ন ও ভবিষ্যৎ।
তিনি আরও বলেন, তারেক রহমান সবসময় তরুণদের ওপর আস্থা রাখেন। বিএনপি চায়, প্রতিটি তরুণ হোক পরিবর্তনের দূত। ন্যায়, জবাবদিহিতা ও স্বাধীনতার যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি—তার ভিত্তি রচিত হবে তরুণদের হাতেই। আপনাদের প্রতিটি ভোট এই দেশকে নতুন পথে এগিয়ে নিতে পারে। তাই ঘরে ঘরে গিয়ে মানুষকে জাগাতে হবে, তাদের বুঝাতে হবে দেশের ভবিষ্যৎ আপনাদের হাতেই নিরাপদ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক সোহারাব হোসেন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দীন, ছাত্রদল নেতা নিরব হাসান শান্ত, ফয়াসল হাসান, আবু সোহেল, রুবেল হাসান, জসিম উদ্দীন, আরিফ হোসেন তাজ, রানা আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের তরুণ ভোটার ও নেতাকর্মীরা।
বৃষ্টি সত্ত্বেও তরুণদের অদম্য উপস্থিতি ও উচ্ছ্বাসে সভা শেষে পরিবেশ ছিল উদ্দীপ্ত ও আশাবাদী যেন এক প্রতীকী বার্তা, ঝড়-বৃষ্টি যাই আসুক, পরিবর্তনের পথে তরুণদের পিছু হটানো যাবে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




