তরুণীর ধর্ষণ মামলায় চলচ্চিত্র অভিনেতা তানভীর গ্রেফতার
রাজধানীতে এক তরুণীর দায়ের করা মামলায় চলচ্চিত্র অভিনেতা তানভীর তনুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় তনুকে রাতে গ্রেফতার করে রূপনগর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল আলম। তিনি বলেন, ওই তরুণীকে ধর্ষণে কথা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলা নং ১২।
ওই মামলায় তানভীর তনুকে রূপনগর আবাসিক এলাকার ৯ নং রোডের ওয়ালটন ভবনের বাসা থেকে গ্রেফতার করা হয়।
ওসি জানান, জিজ্ঞাসাবাদ করার জন্য (শনিবার) তাকে আদালতে সোপর্দ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন