তরুণ-তরুণীর সঙ্গে যাজকের নাচের ভিডিও ভাইরাল!

ধর্ম যাজকদের সাধারণত নাচ গানের আসরে দেখা যায় না। তাই গীর্জার পোশাক পরা কোনো ফাদারকে যদি সুরের তালে তালে শরীর দোলাতে দেখেন তবে অবাক হওয়াটাই স্বাভাবিক।

সম্প্রতি শাইন অ্যান্টনি নামে এক ফেসবুক ইউজার একটি গির্জার সামনে একদল তরুণ-তরুণীর সঙ্গে এক যাজকের নাচের ভিডিও পোস্ট করেছেন। এরপরই নাচের ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।

বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি অনলাইনে তাকে নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে। যেখানে বলা হয়, আলোচিত এই যাজকের নাম ফাদার মার্টন ডি সিলভা। তিনি কেরালার একটি গির্জার দায়িত্বে আছেন।

ভিডিওতে দেখা যায়, একদল তরুণ-তরুণী ইংরেজি এক গানের সঙ্গে নাচ শুরু করছেন। এর পরপরই তাদের সঙ্গে যোগ দেন যাজক। সেসময়ও তার পরনে পদমর্যাদাসূচক লম্বা সাদা গাউন ছিল। নাচে তার দক্ষতা ছিল অসাধারণ।

অ্যান্টনি এর আগেও আরেকটি নাচের ভিডিও প্রকাশ করেছেন। ক্রিস্টি ডেভিড পাঠিয়ালা নামে আরেকজন ফাদার অনবদ্য নাচ প্রদর্শন করেছেন। তিনি সেন্ট আলবার্টা কলেজ সহকারী অধ্যাপক। তিনি তার শিক্ষার্থীদের সঙ্গে নাচের অনুশীলন করছিলেন।

https://youtu.be/C8wmS2bTKJY