তাদের কণ্ঠে শেখ হাসিনা ও বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি হয়েছে একটি নতুন গান। গানটির শিরোনাম ‘শেখ হাসিনা ও বাংলাদেশ’। এতে কণ্ঠ দিয়েছেন দুই প্রজন্মের চার শিল্পী কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, পুলক অধিকারী ও সোমনুর মনির কোনাল। স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে গানটি তৈরি হয়েছে।
২১ জুলাই প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে এ গান পরিবেশন করা হবে। ‘শেখ হাসিনা ও বাংলাদেশ’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন কবি আসলাম সানি। এর সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
সুমন কল্যাণ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মান ও ভালোবাসা জানাতেই এ গানটি তৈরি করা হয়েছে। গানটি সাংস্কৃতিক পরিষদের বেশ কিছু পরিকল্পনা আছে। আশা করি গানটি সবার ভালো লাগবে।’ গানটি নিয়ে একটি ভিডিও তৈরি করছেন নির্মাতা ও অভিনেতা শহীদুল আলম সাচ্চু।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারতের আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট অব লিটারেচার (ডিলিট) পেয়েছেন। প্রধানমন্ত্রীর সাফল্য ও প্রাপ্তিকে উদযাপন করতে আজ (২১ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে একটি সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন