তামিমকে ছাড়িয়ে ‘শীর্ষে’ মুমিনুল
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এক টেস্টে এখন মুমিনুল হকের রান বেশি। আগে এই রেকর্ডটি ছিল তামিম ইকবালের দখলে।
প্রথম ইনিংসে ১৭৬ রান করা মুমিনুল শেষদিন ৫৬ রান করে তামিমকে ছাড়ান। ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ২৫ করার পর দ্বিতীয় ইনিংসে ২০৬ করেন দেশসেরা ওপেনার তামিম।
তামিমের ২৩১ রানের পর ২১৭ আছে সাকিব আল হাসানের। ২০১৭ সালে ওয়েলিংটনে দুই ইনিংসে এই রান করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। মোহাম্মদ আশরাফুলের আছে ২১২।
চট্টগ্রামের উইকেট এখনো খুব একটা বদলায়নি। কিন্তু যতটুকু চেহারা পাল্টেছে, তাতেই টার্ন পাচ্ছেন অভিজ্ঞ রঙ্গনা হেরাথ। সেই টার্ন থেকে বাঁচতে বাংলাদেশি ব্যাটসম্যানরা বেশ সতর্ক।
মূর্তিকারিগর
বাংলাদেশ দলের কাছে রোববার আর কোনো হিসাব-নিকাশ বাকি নেই। ম্যাচ ‘ড্র’ করতে হলে সাত উইকেট নিয়ে দিন শেষ করতে হবে।
জহুর আহমেদে বাংলাদেশের প্রথম ইনিংসে তোলা ৫১৩ রানের জবাবে শনিবার ৯ উইকেটে ৭১৩ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। লিড ২০০ রানের। পরে দ্বিতীয় ইনিংসে ২৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান তুলে চতুর্থদিন শেষ করে স্বাগতিকরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন