তামিমকে দেখতে হাসপাতালে ক্রীড়া উপদেষ্টা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তামিম ইকবালকে দেখতে গিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১০টার পরপরই এভারকেয়ার হাসপাতালে ছুটে যান ক্রীড়া উপদেষ্টা।
এর আগে, সাভারের কেপিজে হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তামিম ইকবালকে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে হাসপাতালে দেখতে যান ক্রীড়া উপদেষ্টা। একই সময়ে সেখানে হাজির হন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।
তামিমকে দেখে বের হওয়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হন ক্রীড়া উপদেষ্টা। তামিমের সবশেষ অবস্থা নিয়ে তিনি বলেন, ‘আশা করি উনি দ্রুত রিকভার করবেন। মেন্টালি যে শক্তি দেখলাম, তারপর উনার পরিবারের সঙ্গে কথা হয়েছে। সবাই এখন স্বস্তিতে আছেন এবং ডাক্তাররা নিয়মিত দেখছেন। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’
এদিকে বিপিএলে তামিমের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানও রাতে তামিমকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, তামিমকে দেশের বাইরে নেওয়ার জন্য ভিসার কাজ শুরু হতে যাচ্ছে। সেটা হবে ব্যাংককে, সঙ্গে মিজান নিজেও যাবেন বলে নিশ্চিত করেছেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন