তারুণ্যের মুখোমুখি জামায়াত প্রার্থী ব্যারিস্টার সালেহী

উলিপুরে তরুণ ভোটারদের মুখোমুখি হয়েছেন কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। শনিবার সকাল সাড়ে ৯টায় উলিপুর দ্বিমুখী আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি শিক্ষা, বেকারত্ব, নদীভাঙন, স্বাস্থ্যসেবা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে তরুণদের একের পর এক প্রশ্নের উত্তর দেন।

পিছিয়ে থাকা এই উপজেলার প্রায় দুই শতাধিক তরুণ উপস্থিত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে তার করণীয় জানতে চান। তিনি এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা, শিক্ষা সংকট, স্বাস্থ্যসেবার দুরবস্থা, বেকারত্ব, নদী ভাঙন ও দারিদ্র্যতা নিরসনের প্রতিশ্রুতি দেন।

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের জোর করে বোরকা পরতে বাধ্য করা হবে কি না—তরুণদের এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার সালেহী বলেন, “ইসলাম কখনো কাউকে জোর করে কিছু চাপিয়ে দেয় না। মুসলমান ও হিন্দুসহ সবার পরিবার–মূল্যবোধ আছে, সেই মূল্যবোধই আমাদের কাছে অগ্রাধিকার পাবে। তবে কেউ যদি উদারতার নামে মূল্যবোধের বাইরে চলে যায়, সেখানে কিছু মডিফিকেশন হতে পারে।”

পরে তিনি উলিপুরকে উন্নয়নের নতুন পথে নিতে ‘ফাইভ-জিরো নীতি’ ঘোষণা করেন। এর আওতায়
নিরক্ষরতামুক্ত, কর্মহীনতামুক্ত, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, গৃহহীনতামুক্ত, চিকিৎসাহীনতামুক্ত উলিপুর গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, চাকসুর নির্বাহী সদস্য সালমান শাকিব, উলিপুর উন্নয়ন ফোরামের কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম প্লাবন, জেলা শিবির সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক ছাত্র-তরুণ ভোটার।