তারেককে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : আইনমন্ত্রী
লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
রোববার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে বিচারকদের একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ড. কামাল সকালে বলেন এক কথা আর বিকেলে বলেন আরেক কথা।
যুদ্ধাপরাধীর বিচারে আপিল বিভাগে অনেক দিন শুনানি হচ্ছে না- সাংবাদিকরা এ বিষয়টি মন্ত্রীর সামনে তুলে ধরলে তিনি বলেন, আমরা আশা করবো যেগুলো পেন্ডিং আছে আপিল বিভাগ দ্রুত সেগুলো শুনানির উদ্যোগ নেবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন