তারেকের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ নিয়ে যা বললেন রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা সর্বোচ্চ আদালত থেকে মীমাংসা না হওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রমে তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার(১৮ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। প্রশাসনকে ব্যবহার করে সরকার একতরফা নির্বাচন করতে যাচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আপনাদের দেয়া দণ্ডকে জনগণ দণ্ড হিসেবে মনে করে না। আর সর্বোচ্চ আদালত কর্তৃক মীমাংসিত না হওয়া পর্যন্ত আপনি তো বলতে পারেন না। কিসের জ্বালা, কিসের ভয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে কেন আতঙ্ক বোধ করেন আপনারা।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন