‘তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে: মোস্তফা জামান

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, ১৯৭১ সালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ২০২৪ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন ও বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে।

শনিবার ঢাকার তুরাগের রাজাবাড়ি ঈদগাহ মাঠে শ্রমিক দল আয়োজিত সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোস্তফা জামান বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কাজ করছে। কোনো অবস্থাতেই দেশে বিশৃঙ্খলাকারীদের জায়গা হবে না। সন্ত্রাস-নৈরাজ্যের সঙ্গে জড়িত লোকদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে হবে।

তুরাগ থানা শ্রমিক দলের আহ্বায়ক ছিদ্দিকুর রহমান ছিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহআলম রাজা, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ প্রমুখ।

এর আগে শুক্রবার রাতে তুরাগের ধউর আশুতিয়ায় সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত নারায়ণ মন্দির পরিদর্শন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়কসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা মন্দিরে সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা জানান।