তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লক্ষে বাগেরহাটে যুবদলের মতবিনিময়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো সংস্কার ৩১ দফা বাস্তবায়নে লক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতেশহরের নূর মসজিদ মোড়ে জেলা যুবদলের আঞ্চলিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিানময় সভায় মোঃ সুজন মোল্লা বলেন, ‘বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে ও ভারতের প্রভাব মুক্ত করতে হলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রভাব প্রতিহত করতে হবে। এর জন্য দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে রাষ্ট্র সংষ্কার করতে সবাইকে বিএনপির হাত কে শক্তিশালী করতে হবে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নেয়ামত আলী খান, ছাত্রদলের সাবেক সদস্য সচিব এলাহী মোল্লা, জেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এস এম ইমরান হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহেদী শেখ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জবরুল শেখ।

উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের নবগঠিত কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী শেখ, সিনিয়র সহ-সভাপতি সোহেল মুন্সী, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লিটন শেখ এবং সাংগঠনিক সম্পাদক প্রদীপ মন্ডলসহ উপজেলা বিএনপি ও তার অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।