তারেক রহমান জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করছেন

নওগাঁর মান্দা উপজেলার বি এন পির সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক বারী টিপু বি এন পির বিভিন্ন সভা সমাবেশে বলেন, তারেক রহমান জনগণের জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করছেন। প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশে একটি স্বচ্ছ নির্বাচন হবে।

নির্বাচনে বিএনপি বিজয়ী হলে দেশের সাধারন জনগণ এ স্বাধীনতা ভোগ করবে। তিনি বলেন গত ১৬ বছরে বিএনপি যে নির্যাতনের নিপীড়নের শিকার হয়েছে কিন্ত সেই বিএনপি দেশের জনগনকে ছেড়ে পালিয়ে যায়নি। অথচ আওয়ামী লীগ সরকার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে।

গতকাল মঙ্গলবার বেলা ২ টার সময় উপজেলার এলেঙ্গা মন্দির চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের বাসন্তী পূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় কালে সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশে মানুষের ভোটের অধিকার হরন করেছে।

রাতের আধারে ভোট দিয়ে বার বার ক্ষমতা দখল করেছেন। বাংলাদেশে একটি নির্বাচন কমিশন ছিলো কিন্তু বাংলাদেশের মানুষের ভোটার অধিকার ছিলোনা। গত ১৬ বছর দেশে আইন ছিলো আদালত ছিলো। কোন বিচার ছিলোনা। আদালতে দাড়িয়ে থাকা বিচার প্রার্থী রাজনৈতিক পরিচয়ে বিচারিক রায় নির্ধারিত হতো।

সাধারন মানুষ কোন বিচার পেতো না। দেশে প্রশাসন ছিলো কিন্ত কোন নিরপেক্ষতা ছিলোনা। একরামুল হক বারী টিপু বলেন, দীর্ঘদিন বিএনপি সরকার গঠন করতে না পারায় শুধু নওগাঁ জেলার মান্দা উপজেলা নয় নওগাঁ জেলায় কোনো উন্নয়ন হয়নি।

এই জেলার কোনো এলাকায় কৃষকদের সুবিধার্থে শস্য হিমাগার স্থাপন করা হয়নি বি এন পি খমতায় গেলে নওগাঁয় কৃষি কেন্দ্রিক হিমাগার স্থাপন করা হবে। নওগাঁ জেলা কৃষি কেন্দ্রিক জেলা হওয়া সত্তে¡ও এই এলাকার কৃষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

নওগাঁ জেলার কৃষকদের দীর্ঘদিনের দাবি ছিল ফসলের সঠিক দাম নিশ্চিত করতে হবে। আর বিএনপি ক্ষমতায় আসলে সকল ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে নওগাঁ জেলার উন্নয়ন হবে।

এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ একরামুল হক বারী টিপু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল,যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম।

মিজানুর রহমান, ও শফিকুল ইসলাম বেলাল কৃষকদলের সদস্য সচিব এজানুর রহমান, যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন, আব্দুর রাজ্জাক, শাহিন আলম, মাসুদ রানা, সহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।