তালাকের গুজবে অপুর তীব্র প্রতিবাদ
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান-অপু বিশ্বাস। পর্দার ন্যায় বাস্তব জীবনেও জুটি বেঁধে সংসার সাজিয়েছেন তারা। তাদের ঘরে রয়েছে পুত্রসন্তান আব্রাহাম খান জয়। সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘শাকিবকে তালাক দিবেন অপু বিশ্বাস’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এমন মিথ্যা সংবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
এমন সংবাদের প্রতিবাদ জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘কে এই রিপোর্টার? আমি তাকে দেখতে চাই। কোথায় পেল এমন খবর! এই সংবাদের সত্যতা প্রমাণ করতে না পারলে আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’
তিনি আরো বলেন, ‘এসব খবর বানোয়াট এবং মিথ্যা। এসব খবর তারা কেন প্রকাশ করে আমি ঠিক জানি না।
দীর্ঘ আট বছর আগে শাকিব-অপু বিয়ে করেন। এরপর বিয়ের খবর গোপন রেখেছিলেন তারা। সম্প্রতি বিয়ের বিষয়টি মিডিয়ায় প্রকাশ করেন অপু বিশ্বাস। সে সময় কিছুটা অভিমান করেই শাকিব বলেছিলেন, সন্তানকে মেনে নেব, কিন্তু অপুকে নয়। যদিও তার এই অভিমান বেশিদিন টেকেনি। তিনি অপু বিশ্বাসকে মেনে নিয়ে সংসার করছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন