তালায় জাগরণ ক্লাবের উদ্দ্যোগে এসএসসি পরীক্ষার ফলাফল পেতে সহায়তা
এসকে রায়হান, তালা প্রতিনিধিঃ বৃহষ্পতিবার সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা’২০১৭ ফল প্রকাশের পর তালা উপজেলার শ্রীমন্তকাটীস্থ ’জাগরণ’ ক্লাবের উদ্দ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ফলাফল পেতে সহায়তা কার্য্ক্রম পরিচালনা করা হয় ।
ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল হাকিমের নেতৃত্বে এ কার্য্ক্রম পরিচালনা করা হয় ।এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব হারুনার রশিদ মিন্টু , সহ-সভাপতি জনাব ওয়ালিদ হোসেন , সাধারণ সম্পাদক মনিরুজ্জাম মনি , কোষাধ্যক্ষ রাহুল মোড়ল , দপ্তর সম্পাদক ইমরান হোসেন , সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম হোসেন এবং কার্যকরী সদস্য শফিকুল ইসলাম সহ ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ।
এ কার্য্ক্রমে আওতায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ফল প্রকাশে অন-লাইন এর মাধ্যমে শতাধিক শিক্ষার্থীদের ফলাফল পেতে সহায়তা করা হয় । উল্লেখ্য যে , মালয়েশিয়া থেকে ক্লাবের সাধারণ-সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন অন-লাইনে সকল ধরনের সহায়তা করেন । ক্লাবের পাঁচ জন সদস্য A+ পেয়েছে বলে জানিয়েছে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম । তারা হলেন গোলাম মোস্তফা রানা , জাফর উল্লাহ সারাফাত , নাজমুল ইসলাম , রাসেল হোসাইন এবং আবির হোসাইন ।
ফলাফল প্রকাশ শেষে মাননীয় সহ-সভাপতি সকলের উদ্দেশ্য বলেন-তোমাদের সমৃদ্ধ আগামী নিশ্চিত করার জন্যই আমাদের আজকের নিরন্তর প্রচেষ্টা। আগামী বাংলাদেশের যোগ্য, দক্ষ, মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক হিসাবে বেড়ে ওঠো এমনটাই প্রত্যাশা রইল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন