‘তালা উপজেলার উন্নয়নের অন্তরায় দুর্নীতি’ : যুব সংলাপে বক্তারা

সাতক্ষীরার তালা উপজেলার উন্নয়নের অন্তরায় দুর্নীতি। দুর্নীতির কারণে উপজেলার উন্নয়ন কার্যক্রমগুলো টেকসই হয়নি।

নতুন বাংলাদেশে দুর্নীতি বন্ধ করে তালার জলবন্ধতার স্থায়ী সমাধান, তালা উপশহরে বাইপাস সড়ক, স্থায়ী বাস স্টান্ড, তালা উপশহর সিসি ক্যামেরা আওতায় আনা, তালায় কেন্দ্রীয় ঈদগা তৈরিসহ বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের কথা তুলে ধরেন সংলাপে অংশগ্রহণ করা যুবরা।

সোমবার (৪ নভেম্বর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার কৈশোর কর্মসূচির আওতায় তালা শিল্পকলা একাডেমী হলরুমে অনুষ্ঠিত সংলাপে এ কথা বলেন যুবরা।

উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপত্বিতে যুব সংলাপে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।
প্রধান অতিথি তার বক্তব্যে ৫ আগস্ট দেশে অভ্যুথানে যুব সমাজের অবদানের কথা তুলে ধরে সকলকে দেশ গঠনে এগিয়ে আসার আহবান জানান।
একই সাথে যুবদের বহিঃবিশে^র সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষ মানব সম্পদ হিসাবে তৈরি হতে বলেন।

পাশাপাশি প্রধান অতিথি তালা উপজেলায় মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ বন্ধ, শিক্ষার মান উন্নয়নে প্রশাসনের পাশাপশি যুব সমাজসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান।

উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা নয়ন হোসনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার, তালা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, তালা প্রেসক্লাবের আহবায়ক এমএ হাকিম, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মজিবুর রহমান প্রমুখ।

সংলাপে মাগুরা ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান ছাত্র নেতা আনোয়ার হোসেন, বান্না, যুব নেতা আজমির হোসেন, ইসলামকাটি ইউনিয়ন ক্লাবের সদস্য সুমাইয়া বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।