তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে মাদারীপুরের ৫ যুবক নিহত, বাড়িতে শোকের মাতম

অবৈধভাবে সমুদ্রপথে ইতালী যাওয়ার সময় নৌকাডুবিতে নিহত হওয়া মাদারীপুরের পাঁচ যুবকের বাড়িতে শোকের মাতম চলছে।

বৃহস্পতিবার (২ মে) সকালে নিহতদের লাশ হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে তাদের স্বজনদের বাড়িতে।

উল্লেখ্য নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছিলেন স্বজনদের পরিবার।

জানা গেছে, গত ১৪ জানুয়ারি মাদারীপুরের রাজৈর ও গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বেশ কয়েকজন যুবক ইতালীর উদ্দেশে বাড়ি থেকে রওনা হয়। বুধবার ১৪ই ফেব্রুয়ারি লিবিয়া থেকে দালালদের মাধ্যমে ইঞ্জিনচালিত একটি নৌকায় রওনা দেয় তারা। তিউনিসিয়ার ভূমধ্যসাগরে নৌকার ইঞ্জিন ফেটে আগুন ধরে ডুবে যায় নৌকাটি।

এসময় মাদারীপুরের রাজৈর উপজেলার সজীব কাজী, মামুন শেখ, সজল বৈরাগী, নয়ন বিশ্বাস ও কাওসার মারা যায়।

স্বজনদের অভিযোগ, মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য গোপালগঞ্জের মুকসুদপুরের গজারিয়া গ্রামে রহিম শেখ ও রাঘদি ইউনিয়নের সুন্দরদী গ্রামের বাদশা কাজীর ছেলে মোশারফ কাজী প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ১০-১৫ লাখ টাকা নেয়।

পরে অতিরিক্ত যাত্রী বোঝাই করে ইঞ্জিনচালিত নৌকায় ইতালী পাঠালে ঘটে এই দুর্ঘটনা।

মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম জানান, ‘তিউনিসিয়ার ভূমধ্যসাগরে মাদারীপুরের পাঁচজনসহ বেশ কয়েকজন বাংলাদেশি মারা গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।