তিনশত ছাতা প্রদর্শন করে বিদায় সংবর্ধনা, সম্মান জানানো হলো অধ্যাপক উত্তম কুমার নন্দীকে

শেরপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান, রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও জেলার সাবেক রোভার কমিশনার প্রফেসর উত্তম কুমার নন্দীর পিআরএল-এ (অবসরে গমন) বিদায় উপলক্ষে ব্যতিক্রমধর্মী সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

সোমবার (২ জুন) কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শুরুতেই ৩ শতাধিক রঙিন ছাতা প্রদর্শনের মাধ্যমে প্রিয় শিক্ষককে বরণ করে নেওয়া হয়। প্রতিটি ছাতায় বহন করেছে শিক্ষার্থীদের ভালোবাসা ও শ্রদ্ধার বার্তা।

পরে কলেজ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন।

সভাপতিত্ব করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক বদরুননেছা। সঞ্চালনায় ছিলেন প্রভাষক সবুজ ও মাহমুদুল কবির।

বক্তব্যে সবাই অধ্যাপক উত্তম কুমার নন্দীর পেশাগত নিষ্ঠা, নৈতিকতা ও ছাত্রদের প্রতি গভীর মমত্ববোধের প্রশংসা করেন।

রোভারমেট নোমান বলেন, ‘নন্দী স্যার কলেজে থাকাকালীন সময়ে ছায়া স্বরূপ ছিলেন। ছাতার মতো ছায়া দিয়েছেন আমাদের। তাই স্যারকে শেষ মুহূর্তে সম্মান স্বরূপ ছাতা প্রদর্শন করার উদ্যোগ নিয়েছি।’

অধ্যাপক উত্তম কুমার নন্দী বলেন, “এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ছাত্ররাই আমার জীবনের মূল শক্তি।”

অনুষ্ঠানটি শিক্ষক-শিক্ষার্থী, রোভার সদস্য ও কলেজসংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আবেগ ও উচ্ছ্বাসের সৃষ্টি করে।