তিন কোরআনে হাফেজ ক্রিকেটারের কথা
বিশ্বে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। ক্রিকেটের এই বিশাল সাম্রাজ্যে অসংখ্য ক্রিকেটারের মধ্যে মাত্র তিন জন ক্রিকেটাররয়েছেন যারা কোরআনে হাফেজ।
সেই তিন জন ক্রিকেটারই পাকিস্তানি খেলোয়াড়।
১. সরফরাজ অাহমেদ:
পাকিস্তানি উইকেট-কিপার ও ডানহাতি ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। ৪ জানুয়ারি, ২০১০ তারিখে হোবার্টের বেলেরিভ ওভালে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। সে একজন কুরআনে হাফেজ।
২. সাদ নাসিম:
সাদ নাসিম পাকিস্তানের একজন উদীয়মান ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সদস্য নাসিম ডানহাতি মাঝারি সারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। এছাড়াও তিনি লেগব্রেক স্পিন বোলিংয়েও পারদর্শী। সেও একজন কুরআনে হাফেজ।
৩. রাজা হাসান:
রাজা হাসান পাকিস্তানের একজন উদীয়মান ক্রিকেটার। রাজা হাসান স্লো লেফট-আর্ম অর্থোডক্স স্পিন বোলার। সেপ্টেম্বর, ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টুয়েন্টি ২০ আন্তর্জাতিকে তার অভিষেক ঘটে। ১০ অক্টোবর, ২০১৪ তারিখে একই মাঠে ও একই দলের বিরুদ্ধে তার একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে। সেও একজন কুরআনে হাফেজ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন