তিন চাকার ওপর চার চাকার গাড়ি!
তিন চাকার গাড়ির ওপর উঠানো হলো চার চাকা। অর্থাৎ তিন চাকা টেনে নিয়ে গেল একটি বড় চার চাকার গাড়িকে। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। এমন অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে চীনে।
চীনের জেজিয়াং প্রদেশে সম্প্রতি ওই ছবি দেখা যায়। তিন চাকার গাড়ির চেয়ে দ্বিগুণ ভারি অন্য একটি চার চাকার গাড়িকে ওই ছোট্ট গাড়িটি টেনে নিয়ে যেতে শুরু করে। আর এই ফুটেজ প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
চীনের এক গণমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়, সেডান গাড়িটিকে বয়ে নিয়ে যেতে যাতে বেশি খরচ না হয়, তার জন্যই এক ব্যক্তি নিজের তিন চাকার গাড়ির উপর চার চাকা চাপিয়ে দেন। কোনওক্রমে তিন চাকার গাড়িটিকে চালিয়ে নিয়ে যাওয়া হয়। তবে ব্যস্ত রাস্তায় ওই ব্যক্তি কেন ওই কীর্তি করলেন, তা নিয়ে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে প্রশাসন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন