তিন টাকায় ডিম কিনতে স্ত্রী সন্তান নিয়ে লাইনে
ডিম দিবসে তিন টাকায় ডিম কিনতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
প্রাণিসম্পদ অধিদফতর ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ কাউন্সিল (বিপিআইসিসি) শুক্রবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ১২ টাকা হালি ডিম বিক্রি করছে।
সুলভ মূল্যের এই ডিম কিনতে সকাল থেকেই লাইন ধরে দাঁড়িয়ে যান ক্রেতারা।
সকাল ১০টার আগেই এই লাইন দুই কিলোমিটারের বেশি ছাড়িয়ে যায়। অনেকেই স্ত্রী ছেলে সন্তান নিয়ে লাইনে দাঁড়িয়ে গেছেন। এছাড়া দেখা গেছে অনেক নারীকেই লাইনে দাঁড়িয়ে ডিম কিনতে।
১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে ১২ টাকা হালিতে ডিম বিক্রি। তবে স্টক আগেই শেষ হয়ে গেলে বিক্রি বন্ধ হয়ে যেতে পারে বলে জানান দায়িত্বপ্রাপ্তরা।
বিপিআইসিসির গণমাধ্যম উপদেষ্টা সাজ্জাদ হোসেন বলেন, আগে এলে আগে পাবেন ভিত্তিতে ডিম দেয়া হচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ ৯০টি পর্যন্ত ডিম কিনতে পারবেন।
তিনি জানান, প্রাথমিকভাবে কম মূল্যে ৫০ হাজার ডিম বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা প্রয়োজনে আরও বাড়তে পারে।
১৩ অক্টোবর বিশ্ব ডিম দিবস উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ে ডিম বিক্রির এ উদ্যোগ নেয়া হয়েছে।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব ডিম দিবস পালিত হচ্ছে। এ বছর ৪০টিরও বেশি দেশ ডিম দিবস পালন করছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন