তিন পার্বত্য জেলার সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভা

রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সাংবাদিকরা বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।সভায় গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ সভাপতিত্ব করেন।

এসময় বেগম কামরুন্নেসা হাসান, আব্দুল্লাহ আল মামুন, মোস্তফা সবুজ উপস্থিত ছিলেন।এসময় তিন পার্বত্য জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ তাঁর বক্তব্যে বলেন, সংবাদপত্রকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার জন্য এ সংস্কার কমিশন গঠন করা হয়েছে।

তিনি বলেন, জাতীয়ভাবে সব সাংবাদিকের জন্য একটি ন্যূনতম বেতন স্কেল থাকতে হবে, যা সব সাংবাদিক পাবেন। সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সুপারিশ করা হবে। সাংবাদিকদের পেশাগত সুরক্ষা প্রদানের লক্ষ্যে একটি “সাংবাদিকতা সুরক্ষা আইন” প্রণয়নের সুপারিশ করা হবে।

তিনি আরও বলেন, এই প্রেস কাউন্সিল সম্পূর্ণ অকার্যকর। এর আর প্রয়োজন নেই। প্রেস কাউন্সিল তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। এই প্রেস কাউন্সিলকে বিলুপ্ত করে একটি নতুন কার্যকর প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। যেখানে প্রতিনিধিত্ব থাকবে গণমাধ্যমের মানুষ, সুশীল সমাজ, পাঠক ও দর্শকদের। যেখানে সাংবাদিকদের জবাবদিহির ব্যবস্থা থাকতে হবে এবং সাংবাদিকদের স্বাধীনতাকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থাও থাকতে হবে।

সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের কাছে সাংবাদিকরা বিভিন্ন সুপারিশ তুলে ধরেন সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তার পাশাপাশি জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রভাবশালী রাজনীতিবিদদের হাত থেকে সংবাদমাধ্যমকে মুক্ত রাখতে হবে। যেসব সাংবাদিকদের নামে মিথ্যা মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে।

যেসব ভুয়া পত্রিকা নিবন্ধিত হয়ে ডিএফপি’র তালিকাভুক্ত হয়েছে সেগুলোকে বাদ দিতে হবে। পত্রিকায় সম্পাদক হিসেবে যোগদান করতে হলে সাংবাদিকতায় পেশাগত ডিগ্রি থাকতে হবে। মফস্বল সাংবাদিকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।