তিন বাঙালি কন্যাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/06/photo-1496983254.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ব্রিটেনে পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মত জেতায় বাংলাদেশি বংশোদ্ভুত তিন কন্যাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পেস উইং থেকে সাংবাদিকদেরকে এ কথা জানানো হয়েছে।
বৃটেনের আগাম সংসদ নির্বাচনের বৃহস্পতিবারের ভোটে সহজ জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী এবং রূপা হক। তিন জনই লেবার পার্টি থেকে লড়াই করেন।
এই তিন জনই ২০১৫ সালের পার্লামেন্ট নির্বাচনে জিতেছিলেন। এবার দ্বিতীয়বার দাঁড়ালেন তারা এবং জয় এসেছে আরও বড় ব্যবধানে। তিন জনের নির্বাচনী এলাকাই রাজধানী লন্ডনে।
লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে নিউলিপ সিদ্দিক দুই বছর আগের নির্বাচনে জিতেছিলেন এক হাজার ১৩৮ ভোটের ব্যবধানে। এবার ভোটের ব্যবধান হয়েছে প্রায় ১৫ গুণ। প্রধান প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বঙ্গবন্ধুর নাতনির ভোটের ব্যবধান হয়েছে ১৫ হাজার ৫৬০।
লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে রূপা হক গত নির্বাচনে জিতেছিলেন ২৭৪ ভোটের ব্যবধানে। বৃহস্পতিবার ভোটে তিনি জিতলেন ১৩ হাজার ৮০৭ ভোটের ব্যবধানে।
লন্ডনের বেথনালগ্রিন ও বো আসনে আরেক বাংলাদেশি বংশোদ্ভুত রুশনারা আলীর ব্যবধান আরও বেশি। ৩৫ হাজার ৩৯৩ ভোটের বিশাল ব্যবধানে। গত নির্বাচনে তিনি জিতেছিলেন ২৪ হাজার ভোটের ব্যবধানে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন