তিন ম্যাচে ২৫ গোল বাংলাদেশের মেয়েদের!
এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে জয় অব্যাহত রেখেছে বাংলাদেশের মেয়েরা। এবার সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছে তারা। ফরোয়ার্ড আনুচিং মগিনির দারুণ হ্যাটট্রিকে ৭-০ গোলে জিতছে বাংলাদেশ।
আজ শুক্রবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মগিনি একাই চার গোল করে বাংলাদেশের হয়ে। স্বাগতিকদের এই জয়ে শামসুন্নাহার ও ইলামনি একটি করে গোল করে। আর একটি গোল হয়েছে আত্মঘাতী থেকে।
এনিয়ে আসরে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে বাহরাইনকে ১০-০ গোলে এবং লেবাননকে ৮-০ গোলে হারিয়েছিল লাল-সবুজের দল। আসরে তিন ম্যাচে এ নিয়ে বাংলাদেশের মেয়েরা মোট ২৫ গোল করে।
এদিনের জয়ের সুবাদে তিন ম্যাচে ৯ পয়েন্ট জুলিতে পুরেছে বাংলাদেশ। ভিয়েতনামেরও সংগ্রহ ৯ পয়েন্ট।
আগামী রোববার ‘এফ’ গ্রুপে সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-ভিয়েতনাম। সে ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে আসরে কারা সেরা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন