তিন লেখকের বই ‘শেয়ারবাজার বিনিয়োগ’
শেয়ারবাজার নিয়ে অনেকের মধ্যে রয়েছে কৌতুহল। অনেকে শেয়ার ব্যবসা করতে চান কিন্তু জানেন না যে কী করতে হবে। এ বিষয়গুলো নিয়ে শরীফ নুরুল আহকাম, মির্ এম ফেরদৌস ্ও কল্লোস বিশ্বাস একটি বই লিখেছেন ।
বইয়ের নাম ‘শেয়ারবাজার ও বিনিয়োগ।’ এর প্রচ্ছদ করেছেন সব্যসাচী মিস্ত্রী। মূল্য ৫০০ টাকা।
বইটির ভূমিকায় লেখক শরীফ নুরুল আহকাম বলেন, ‘বইতে আমরা সবাইকে সহজ,নিরাপদ, প্রমাণিত পদ্ধতিতে কীভাবে শেয়ার বাজার থেকে সম্পদ গড়া যায় সেই পরামর্ দিয়েছি। রাতারাতি শত কোটিপতি হ্ওয়ার পথ দেখাইনি। রাতারাতি শত কোটিপতি হওয়ার দুটি পথ আছে। হয় আপনি আইনি ্ও নিয়ম পরিপন্থি পথ অবলম্বন করেছেন অথবা আপনি অত্যন্ত লাকী।’
তিনি আরো জানান, শেয়ারবাজারে সঠিকভাবে বিনিয়োগের জন্য এবং বিনিয়োগ থেকে লাভ আহরণের জন্য কিছু পদ্ধতি মেনে চলা উচিত। আমরা আমাদের এই বইয়ের পাঠকদের সেই সব পদ্ধতিগুলো সম্পর্ই জানাতে চেয়েছি।
বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। বইটি অনলাইন বুকশপ রকমারিতে পাওয়া যাচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন