তিন সন্তানের বেশি হলে বাবা-মাকে শাস্তি!
 
            
                     
                        
       		তিন সন্তানের বেশি নিলে বাবা-মাকে শাস্তি প্রদানের আইন পাশের প্রস্তাব সংসদে তোলার ঘোষণা দিয়েছেন এক মিশরীয় নারী এমপি।
ওই নারী এমপি ইতিমধ্যে এ সংক্রান্ত একটি খসড়া আইন প্রস্তুত করেছেন এবং শিগগিরই তা সংসদে উত্থাপন করা হবে। খবর আল আরাবিয়ার।
সংসদ সদস্য ঘাদা আজমী বলেন, যারা তিনটির বেশি সন্তান জন্ম দেবেন আইনে তাদের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার প্রস্তাব রাখা হয়েছে।
এসব সুযোগ সুবিধার মধ্যে সন্তানদের বিনামূল্যে শিক্ষার সুযোগ, সরকার থেকে ভর্তুকি প্রাপ্ত দ্রব্যাদি না দেয়ার বিধান থাকবে।
ঘাদা আজমী বলেন, মিশরে জনসংখ্যা ইতিমধ্যে ১০ কোটি ছাড়িয়ে গেছে। এখনই জনসংখ্যা কমাতে না পারলে মিশরের মতো উন্নয়নশীল দেশের জন্য তা প্রকট সমস্যা হয়ে দাঁড়াবে।
 
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন





 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	