তিস্তার চরাঞ্চলে এখনও দাপিয়ে চলেছে মহিষের গাড়ি
ভরা বর্ষার আগে তিস্তা চরাঞ্চলের মানুষের পণ্য পরিবহনে মহিষ ও ঘোড়ার গাড়ির কোনো বিকল্প নেই। হাঁটু পানিতেও কদর থাকে এ গাড়ির। কিন্তু বর্ষায় ভরা যৌবনে তিস্তার বুকে চলে বৈঠা বা ইঞ্জিন চালিত নৌকা।
শুষ্ক মৌসুমে বালু বা হাঁটু পানির পথে এসব পণ্য পরিবহনে করতে হয় ঘোড়া আর মহিষের গাড়িতেই। তাই শুষ্ক মৌসুমে ঘোড়া ও মহিষের গাড়ি আর বর্ষায় নৌকার কদর বাড়ে চরাঞ্চলে।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চরাঞ্চলে অনেকেই ঘোড়া ও মহিষের গাড়ি চালিয়ে আয় করছেন। স্বচ্ছলতা এনেছেন সংসারে।
সরেজমিনে, কালীগঞ্জ উপজেলার বিচ্ছিন্ন তিস্তা নদীর ৭টি চরাঞ্চলের গ্রাম চর বৈরাতী চর, ভোটমারী শৌলমারী চর, কাশীরাম চর, নোহালী কাকিনা, ঘুরে দেখাগেছে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থায় একমাত্র বাহন হিসেবে স্থান করে নিয়েছে পরিবেশ বান্ধব মহিষ ও ঘোড়ার গাড়ি।
বালু আর মরা তিস্তার শাখা নদীর রাস্তাসহ কাঁদা রাস্তায় যেখানে ভ্যান, রিক্সা, ট্রলী, ট্রাক যেতে পারে না সেই সকল রাস্তার জনপ্রিয় বাহন হিসেবে মহিষের গাড়ির কদর বেড়েছে।
উপজেলার সিংহ ভাগ রবি শস্য, ধান, পাট, আলু, বাদাম, ভুট্টা, পিয়াজ,মরিচ, ডাল এসব অর্থকারী ফসল চরাঞ্চলেই বেশী উৎপাদন হয়। কৃষকের উৎপাদিত ফসল হাটে নিয়ে যেতে না পারায় কম দামে ফড়িয়া দালালদের কাছে বাধ্য হয়েই চরেই বিক্রয় করতে হতো।
বর্তমানে মহিষের গাড়ি চালু হওয়ায় কৃষক এখন তার উৎপাদিত ফসল হাটে নিয়ে গিয়ে ন্যায্য দামে বিক্রয় করছে। কালীগঞ্জে এসব চরাঞ্চলে প্রায় শতাধিক মহিষ ও ঘোড়ার গাড়ি রয়েছে।
কাকিনা ইউনিয়নের বিননিয়া আউলিয়ারহাট চর এলাকার মহিষ গাড়ি চালক আব্দুল হাকিম জানায়, এক সময় তার সংসার চলতো না, খেয়ে না খেয়ে দিন কাটিয়েছে পরিবার পরিজন নিয়ে। মহিষের গাড়ি চালান শুরুর পর থেকে তার সংসারে এখন তেমন অভাব নেই।
ভোটমারী চরাঞ্চলের মহিষের গাড়ি চালক লতিফ মিয়া জানায়, প্রায় ৫ বছর থেকে সে মহিষের গাড়ি চালায়। তার দৈনিক আয় ৫ থেকে ৭শত টাকা, তবে আলুর মৌসুমে আয় আরও বেশী হয়।
একই কথা জানালেন মিনার বাজার এলাকার গাড়ি চালক বকুল হোসেন। মহিষের পিছনে তাদের এক থেকে দেড়শ টাকা খাদ্য বাবদ ব্যয় হয়। মহিষের গাড়ির চাকা তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। বর্তমানে তারা পরিবার পরিজন নিয়ে সুখে আছে।
ভোটমারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফরহাদ মণ্ডল মাষ্টার জানান, তার ইউনিয়নে শতাধিক ঘোড়া গাড়ি আছে।
তুষভান্ডার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুর ইসলাম জানান তার ইউনিয়নে ৬০ থেকে ৭০টি মহিষ ও ঘোড়া গাড়ি আছে। আজ থেকে পাঁচ ছয় বছর আগেও এ উপজেলায় মহিষ ঘোড়ার গাড়ি দেখা যেত না, এখন প্রায় গ্রামে ঘোড়া ও মহিষের গাড়ি হয়েছে। সেই সাথে ঘোড়া গাড়ি যোগাযোগের জন্য চরাঞ্চলের বেশ পরিচিতি পেয়েছে এবং কর্ম সংস্থানের নব দিগন্তের সৃষ্টি হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন