তুরস্কে কমান্ডোদের হাতে ৪ শতাধিক ‘একে-৪৭’ উদ্ধার

তুরস্কে মাদকবিরোধী অভিযানে ৪০১টি একে-৪৭ রাইফেলসহ ১১০০ অবৈধ রাইফেল ও ৭ দশমিক ২ টন মাদক উদ্ধার করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সির খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, তুরস্কের দক্ষিণাঞ্চলের ৫টি জেলায় শুক্রবার মাদকবিরোধী অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে ৭ দশমিক ২ টন মাদক ‘মারিজুয়ানা’ উদ্ধার করা হয়।

একই অভিযানে ৪০১টি শক্তিশালী ‘একে-৪৭’ রাইফেল ও ৬৯৮টি ‘এম-১৬’ রাইফেল উদ্ধার করা হয়।

দায়ারবাকির গভর্নরের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় জেন্ডারমারিয়া কমান্ডো ইউনিট, পুলিশের স্পেশাল ফোর্স এবং স্থানীয় নিরাপত্তারক্ষীরা মাদকবিরোধী অভিযান চালায়।

লাইস, কুল্প, সিলভান, হাজরো এবং কোচাকি বিভাগে গত ১০ তারিখ থেকে এ অভিযান শুরু হয়েছে। ১৪ তারিখ পর্যন্ত অব্যাহত অভিযান চালানো হয়।