তুরস্কে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১০
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বগি উল্টে গিয়ে অন্তত ১০ জন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।
গ্রিস সীমান্তবর্তী এদিরনে থেকে ৩৬২ যাত্রী নিয়ে ট্রেনটি ইস্তানবুলে যাওয়ার পথে রোববার ওই দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। ভারী বর্ষণ ও ভূমিধসের ফলে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। খবর ডেইলি সাবাহর।
খবর পেয়ে দ্রুত হেলিকপ্টারে করে আহত ৭৮ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া অন্য যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে শতাধিক অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার জন্য রক্তদানের আবেদন জানিয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন