তৈমুরের ন্যানি কত বেতন পান, শুনলে চমকে উঠবেন!
পতৌদির ছোট্ট নবাবকে সব সময় তার সঙ্গে দেখা যায়। কখনও ব্যান্দ্রার রাস্তায় তার সঙ্গে দেখা যায় তৈমুর আলি খান-কে। আবার কখনও তার কোলে চেপে মালদ্বীপে ঘুরতে দেখা যায় কারিনা-পুত্রকে। আবার কখনও তার কোলে চড়ে সোজা প্লে স্কুলে পৌঁছে যায় তৈমুর আলি খান। অর্থাত তৈমুরের জন্য সব সময় ক্যামেরার ফ্ল্যাশেও থাকেন তিনি। আবার কখনও অবাঞ্ছিত ভক্তের নিজস্বী থেকে রক্ষা করতে হয় তৈমুরকে। বুঝতেই পারছেন, তৈমুর আলি খানের ন্যানির কথাই বলা হচ্ছে। কিন্তু, যাকে নিয়ে এত আলোচনা, তৈমুরের সেই ন্যানি প্রত্যেক মাসে কত করে বেতন পান জানেন?
বলিউডলাইফের খবর অনুযায়ী, তৈমুরকে সামলানোর জন্য তার ন্যানিকে প্রত্যেক মাসে ১.৫ লক্ষের চেক ধরান সাইফ, কারিনা। কোনও কোনও মাসে ১.৫ ছাড়িয়ে তৈমুরের ন্যানির বেতন পৌঁছে যায় ১.৭৫ লক্ষে। অর্থাত ওই মহিলা যদি তৈমুরের বারির্তে নির্দিষ্ট সময়ের চেয়ে বেশিক্ষণ সময় কাটান, তাকে ব্যান্দ্রার বিভিন্ন পার্কে নিয়ে যান, স্কুলে নিয়ে যান, তাহলে ওই মহিলার বেতনের পরিমাণ ক্রমশ বাড়তে শুরু করে।
জানা যাচ্ছে, মুম্বইয়ের একটি সংস্থা সেলেবদের জন্য হাই প্রোফাইল সব ন্যানির ব্যবস্থা করে। সইফ-করিনার পাশাপাশি সোহা আলিখন-কুণাল খেমুও মেয়ে ইনায়ার জন্য এই সংস্থা থেকেই একজনকে বেছে নিয়েছেন। অভিনেতা তুষার কাপুরের ছেলে লক্ষ কাপুরের জন্য ন্যানির ব্যবস্থা করে দিয়েছে এই সংস্থা। শুধু তাই নয়, যে কোনও হাই প্রোফাইল সেলিব্রিটির বাড়িতে ন্যানি পাঠানোর আগে সংশ্লিষ্ঠ ব্যক্তির ডাক্তারি পরীক্ষা, তার ভোটার আই কার্ড, আধার কার্ড, বাড়ির ঠিকানা সব খতিয়ে দেখে পুলিস। এরপর তার কপি পুলিসের কাছেও জমা রাখা হয়। ফলে, সন্তানকে দেখাশোনার জন্য আর সেভাবে কোনও মাথা ব্যথা থাকে না সেলেবদের।
শুধু তৈমুরের ন্যানি নন, সলমন খানের নিরাপত্তা রক্ষী শেরার বেতন শুনলেও চমকে উঠবেন আপনি। জানা যাচ্ছে, প্রত্যেক মাসে শেরাকে নাকি ১৫ লক্ষ করে বেতন দেন সলমন খান। সেই খবর জি ২৪ ঘণ্টা ডট কম আপনাদর দিয়েছিল। শুধু শেরার বেতন নয়, সলমন খানের নিরাপত্তা রক্ষীর ছেলেকে নাকি বলিউডে ডেবিউও করাতে চান বলিউড ‘ভাইজান’। যদিও সলমন খান-কে এ বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি। শেরাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ভাইজান’ যদি তার ছেলেকে বলিউডে নিয়ে আসতে চান, তার চেয়ে ভালকিছু আর হতে পারে না।
সূত্র: জেডএন
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন