তোমার বিচার হোক || আবদুল হাই ইদ্রিছী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/10/85422145.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
তোমার বিচার হোক
-আবদুল হাই ইদ্রিছী
তোমায় নিয়ে কবিতাটা
লিখতে যখন চাই,
বুকের ভেতর ধপাস একটি
শব্দ শুনতে পাই।
হয় না ধরা কলমটা আর
সাহস চলে যায়,
মনটা আমায় বারণ করে
দেয় না তো সে সায়।
তবু আমার কবিতাটা
লিখতে-ই যে হয়,
কবে জানি কাটবে মনে
আছে যত ভয়।
ভয়কে যখন জয় করিবো
লিখতে দেবো হাত,
কবিতাটি লিখতে বসে
কাটবো সারা রাত।
ভালোবাসার মর্ম কথা
জানবে সকল লোক,
বিবেক নামক আদালতে
তোমার বিচার হোক।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন