ত্রিপুরায় এলপি গ্যাস রপ্তানি সম্ভব : প্রতিমন্ত্রী
ভারতের ত্রিপুরা রাজ্য চাইলে বাংলাদেশ থেকে তরলীকৃত পেট্রলিয়াম গ্যাস তথা এলপি গ্যাস রপ্তানি করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘বিদ্যুৎ খাতের উন্নয়ন : বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের সহযোগিতা’ শীর্ষক এক আলোচনা সভায় এই মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
আলোচনায় প্রতিমন্ত্রী জানান, চারটি দেশে প্রায় দেড় লাখ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী আমদানি-রপ্তানি করে নিজেদের চাহিদা ভালোভাবে মেটানো সম্ভব। এ জন্য ভারতকে আরো সহযোগিতার আহ্বান জানান তিনি।
নসরুল হামিদ বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২১ সালে যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে, তা ঠিকঠাকভাবে ব্যবস্থাপনার জন্য দেশের প্রকৌশলীদের নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিকল্প দেখছেন না তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন